25 Quotes by Warren Buffett: ওয়ারেন বাফেট একজন মার্কিন ব্যবসায়ী। বিনিয়োগের কলাকৌশল তিনি খুব ভালো জানেন। সাত বছর বয়স থেকেই ব্যবসার প্রতি তাঁর আগ্রহ ছিল। ছোটবেলায় চুইংগাম, কোকাকোলার বোতল, এমনকি বাড়ি বাড়ি গিয়ে ম্যাগাজিনও বিক্রি করেছেন।
আর আজ? মার্কিন পত্রিকা ফোর্বস ২০১৭ সালে বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের যে তালিকা তৈরি করে, সেখানে দেখা যাচ্ছে, ওয়ারেন বাফেট এর অবস্থান দ্বিতীয়। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিজনেস স্কুলের এই প্ৰাক্তন ছাত্র সব সময় শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের নানা পরামর্শ দিয়েছেন। তাঁর দেওয়া পরামর্শগুলো থেকে বাছাই করা ২৫ টি উক্তি আজ তুলে ধরা হল।
25 Quotes by Warren Buffett l ওয়ারেন বাফেটের ২৫টি উক্তি ও বাণী
Table of Contents
১। তোমার মধ্যে যদি দক্ষতা আর চেষ্টা থাকে তবে সাফল্য সময়ের ব্যাপার মাত্র।
২। এমন বন্ধু নির্বাচন করো যারা সবদিক দিয়ে তোমার চেয়ে ভালো। তাহলে তুমিও একদিন সেইদিকে ধাবিত হবে।
৩। যদি তুমি তোমার ব্যাবসার দুর্বলতা জানো তবে ভয় নেই, কিন্তু না জানলে ঘোর বিপদে আছো।
৪। কাউকে চাকরি দেওয়ার সময় তার সততা, বুদ্ধি আর কাজ করার দক্ষতা- এই তিন গুন আছে নাকি নিশ্চিত হও। যদি সততা বাদে বাকি দুটো বেশি থাকে তবে কাজে নিওনা। এরচেয়ে সৎ কিন্তু অলস ও বোকাদের কাজে নাও কারণ অসৎ বুদ্ধিমান আর কর্মক্ষমরা তোমার সর্বনাশ করবে।
৫। সবচেয়ে সুখী মানুষদের কাছে সবকিছু নেই, তাদের যা আছে তার জন্য তারা সন্তুষ্ট এবং কৃতজ্ঞ।
৬। যদি মনে করো যে উদ্যোক্তা হওয়া ঝুঁকিপূর্ণ, তাহলে ৪০ বছর অন্যের জন্য গাধার খাটুনি খেঁটে অবসর ভাতার উপর নির্ভরশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করো।
৭। সুনাম গড়তে লাগে ২০ বছর আর নষ্ট করতে লাগে মাত্র ৫ মিনিট। এই কথাটা মাথায় রাখলে তোমার সব কাজ অন্যরকম হবে।
৮। আমি যা বুঝিনা তাতে আমি কখনোই বিনিয়োগ করিনা।
৯। ধনীরা সময়ের পিছনে বিনিয়োগ করে আর গরীবরা টাকার পিছনে।
১০। যদি জীবনে খুব বেশি ভুল না করো, তবে অল্প কিছু সঠিক কাজ করাই যথেষ্ট।
১১। আমি মদ আর ঋণের কারনে মানুষকে সবচেয়ে বেশি ব্যর্থ হতে দেখেছি। তুমি যদি বুদ্ধি খাটাও তবে ঋণ ছাড়াই তোমার হাতে অনেক টাকা আসবে।
১২। যদি তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রন করতে না পারো তবে আর্থিক অবস্থাকেও কখনো নিয়ন্ত্রন করতে পারবেনা।
১৩। একেবারে ৭ ফুট লাফ দেওয়ার চেয়ে, ৭বার ১ ফুট লাফ দেওয়া অনেক ভালো।
১৪। নিজের ভুল থেকে শেখা ভালো আর অন্যের ভুল থেকে শেখা আরো ভালো।
১৫। আমার জীবনের সেরা কাজটি ছিলো, সঠিক মানুষগুলোকে আদর্শ হিসাবে বেছে নিতে পারা।
১৬। তোমাকে অন্যদের থেকে বুদ্ধিমান না হলেও চলবে। তোমাকে শুধু অন্যদের থেকে কাজে বেশি ধারাবাহিক হতে হবে।
১৭। তোমার চেষ্টা আর প্রতিভা যতই প্রবল হোক না কেন কিছু ব্যাপারে সফলতা আসতে সময় লাগে।
১৮। সফল বিনিয়োগের জন্য দরকার সময়, শৃঙ্খলা এবং ধৈর্য।
১৯। সততা একটা মহৎ গুন, সস্তা লোকেদের কাছ থেকে কখনোই এটা আশা করোনা।
২০। কখনো একটা মাত্র আয়ের উৎসের উপর নির্ভর করোনা, বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করো।
২১। তোমার যা প্রয়োজন নেই সেটা যদি তুমি ক্রমাগত ক্রয় করো তবে তাড়াতাড়িই তোমার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে।
২২। খরচের পর যা অবশিষ্ট থাকে সেটা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে সেটাকে খরচ করো।
২৩। তোমার দু-পা ডুবিয়ে কখনোই নদীর গভীরতা মাপতে যেওনা।
২৪। যদি বৃষ্টির জন্য আশ্রয় বানাতে না পারো, তবে বৃষ্টির পূর্বাভাস দিতে পেরেও কোনো লাভ নেই।
২৫। যদি নিজেকে গর্তের মাঝে আবিষ্কার করো, তবে প্রথমেই গর্ত খোঁড়া বন্ধ কর।