Famous Quotes by Mark Twain l মার্ক টোয়েনের হৃদয়স্পর্শী বাণী, যা বদলে দেবে আপনার জীবনও

By raateralo.com

Updated on:

Famous Quotes by Mark Twain

Famous Quotes by Mark Twain: স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স নামটা কি চেনা মনে হচ্ছে? চেনা মনে হবার কোনো কারণই নেই। মার্ক টোয়েন এই বিখ্যাত ছদ্মনামের আড়ালে যে আসল নামটি ঢাকা পড়ে গেছে সেই কবে। মার্ক টোয়েন শব্দটি মূলত আমেরিকার মিসিসিপি এলাকার স্টীমবোট চালকদের একটি পরিভাষা, যার অর্থ ১২ ফুট গভীর জল! “এডভেঞ্চার অফ টম সয়্যার” আর তার সিকুয়েল “এডভেঞ্চার অফ হাকলবেরী ফিন“-এর মতো জনপ্রিয় সাহিত্যকর্মের জন্যে বিশ্বজোড়া মার্ক টোয়েন নামেই সমাদৃত আমেরিকান এই লেখক।

আজ আপনাদের জন্য রইল বিখ্যাত এই ব্যক্তির কিছু হৃদয়স্পর্শী উক্তি –

Famous Quotes by Mark Twain l মার্ক টোয়েনের হৃদয়স্পর্শী বাণী

সত্যবাদিতা স্মৃতিশক্তির উপর চাপ কমায়।

জীবনে সাফল্যের অন্যতম রহস্য হল – যা মন চায় তাইই খাওয়া, আর তারপর খাদ্যকে পেটের ভিতর গিয়ে নিজেদের মধ্যে মারামারি করে কে শ্রেষ্ঠ তা ওদেরই ঠিক করতে দেওয়া।ছোটখাটো দোষত্রুটি নেই এমন লোকের উপর আমার বিন্দুমাত্র আস্থা নাই।

এই জীবনে আপনার কেবল মূর্খতা আর আত্নবিশ্বাস প্রয়োজন; সাফল্য আপনারই হবে।

আপনার বন্ধুরা যেদিন আপনার চেহারায় তারুন্যের দীপ্তি নিয়ে প্রশংসা করা শুরু করবে, সেদিন আপনি নিশ্চিত ভাবে বুঝবেন আপনি বুড়ো হয়ে যাচ্ছেন।

সর্বদা সৎ ভাবে নিজের ভুল স্বীকার করুন। এরকম স্বীকারোক্তিতে কর্তৃপক্ষ কিংকর্তব্যবিমূড় হয়ে পড়বেন, আর আপনি আরও ভুল করার সুযোগ পেয়ে যাবেন।

বেশির ভাগ লেখক সত্যকে নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করেন, ফলে এ বিষয়ে তাঁরা অত্যন্ত মিতব্যয়ী হয়ে থাকেন।

আরও পড়ুন: বিবেকানন্দের বাণী

Famous Mark Twain Quotes l Inspirational Quotes by Mark Twain l মার্ক টোয়েনের বিখ্যাত উক্তি

আমি কারও জাতি-বর্ণ-ধর্ম ইত্যাদির ধার ধারি না। একটা মানুষের মানুষ পরিচয়টাই আমার জন্য যথেষ্ট। এর চেয়ে খারাপ আর কি হবে?

উচ্চ বংশের পরিচয় পাওয়া যায় নিজের সম্পর্কে কতটা উচ্চ ধারণা পোষন করেন আর অন্যকে কতটা তুচ্ছ জ্ঞান করেন, সেটা গোপন করাতে আপনার দক্ষতার মধ্যে।

মাঝে মাঝে আমি অবাক হয়ে ভাবি পৃথিবীটা কি অত্যন্ত বুদ্ধিমান লোকেরা চালাচ্ছে যারা আসলে আমাদের বুঝতে দিতে চায় না তারা কত চালাক

আপনি যা জানেন না, সেটা আপনাকে বিপদে ফেলে না। আপনাকে বিপদে ফেলে আপনি যা নিশ্চিত ভাবে জানেন।

Mark Twain Quotes on Success l Best Mark Twain Quotes on Life

আপনাকে আঘাত করতে হলে, আপনার শত্রু আর আপনার বন্ধু – দুজনেরই সম্মিলিত উদ্যোগ লাগে, একজন আড়ালে আপনার নিন্দা করবে আর আরেকজন সেই খবরটা আপনার কাছে বহন করে আনবে।

একটা টেলিগ্রাফ আবিষ্কারের পিছনে হাজারো মানুষের অবদান থাকে, একটা স্টিম ইঞ্জিন, একটা ফোনোগ্রাফ, একটা ফোটোগ্রাফ, একটা টেলিফোন বা অন্য যে কোন গুরুত্বপূর্ণ আবিষ্কারের পিছনেও তাই থাকে — কিন্তু শেষ লোকটাই কৃতিত্ব পায় আর আমরা বাকিদের কথা ভুলে যাই।

সঠিক একটা শব্দ কার্যকরী হতে পারে, কিন্তু সঠিক সময়ে প্রযুক্ত একটা বিরতির মত কার্যকরী কোন শব্দ পৃথিবীতে একটিও নেই।

জীবন অনেক বেশি সুখময় হত, শুধু যদি আমরা আশি বছর বয়সে জন্মগ্রহণ করে ধীরে ধীরে আঠারোর দিকে এগুতে পারতাম।

চমৎকার বন্ধুবান্ধব, ভাল ভাল বইপত্তর আর একটা ঘুমন্ত বিবেক, এই তো একটা আদর্শ জীবনের রেসিপি।

raateralo.com

Leave a Comment