100+ Happy Holi Wishes in Bengali l শুভ দোলপূর্ণিমার শুভেচ্ছাবার্তা, স্ট্যাটাস ও ক্যাপশন

By raateralo.com

Updated on:

100+ Happy Holi Wishes in Bengali

শুভ দোলপূর্ণিমার আনন্দময় মুহূর্তগুলো আরও রঙিন করে তুলতে আমরা এনেছি ১০০+ সেরা বাংলা শুভেচ্ছাবার্তা, স্ট্যাটাস ও ক্যাপশন। দোল (100+ Happy Holi Wishes in Bengali) বা হোলি আমাদের জীবনে রঙের উজ্জ্বলতা নিয়ে আসে, এবং এই উৎসবকে ঘিরে আমাদের প্রিয়জনদের শুভেচ্ছা জানানো একটি বিশেষ দায়িত্ব। তাই, আপনার প্রিয়জনদের কাছে আপনার ভালোবাসা ও শুভেচ্ছা পৌঁছে দিতে এই সুন্দর বার্তা এবং ক্যাপশনগুলো ব্যবহার করুন। দোলপূর্ণিমার রঙে রঙিন হোক সবার জীবন, এবং এই পোস্টের মাধ্যমে আপনার প্রিয়জনদের উৎসবের শুভেচ্ছা জানান সহজেই!

100+ Happy Holi Wishes in Bengali l শুভ দোলপূর্ণিমার শুভেচ্ছাবার্তা, স্ট্যাটাস ও ক্যাপশন

শুভ দোলযাত্রা ও হ্যাপি হোলি।

ওই, একটু বলবে প্লিজ, তোমার কোন রং পছন্দ ?
হোলিতে তোমাকে সেই রংটাই মাখাতে চাই।

খেলবো হোলি রং দেবো না,
তাই কখনও হয়।
এসেছে হোলি এসেছে।

দোলপূর্ণিমার স্টেটাস l Happy Holi Status

সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার
প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।

দোলযাত্রার একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন !!

এই রঙের উৎসবটি সবার আনন্দে এবং খুশিতে কাটুক !!
শুভ দোল পূর্ণিমা।

Best Bangla Happy Holi Messages

রঙে রঙে – বর্ণময় হয়ে উঠুক সবার হৃদয়
রঙে রঙে – বর্ণময় হয়ে উঠুক সবার হৃদয়

রঙে রঙে – বর্ণময় হয়ে উঠুক সবার হৃদয়।
আসন্ন দোলপূর্ণিমায় সুখে স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক সবার জীবন–দোল পূর্ণিমার শুভেচ্ছা ও হ্যাপি হোলি !!

সবার খুব ভালো কাটুক এবারের দোলযাত্রা।

সকলকে জানায় নিরাপদ হোলির শুভেচ্ছা।
তোমার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়ে ওঠে ! দোলযাত্রার আন্তরিক অভিনন্দন রইল !!

Related: সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস ২০২৪ l Facebook Status 2024

আবিরের রঙে রাঙা হয়ে উঠুক সবার অন্তর !
শুভ দোল পূর্ণিমা।

এবারের দোলযাত্রা
সকলের জীবন হয়ে উঠুক
আরও বর্ণময় !

বন্ধ দুচোখের নিভু নিভু কালোয়,
যে আলোয় ভেসে আসো তুমি।
মনে হয়, মিশে যাই, তোমার আরো কাছে,
হ্যাপি হোলি

রঙে রঙে রাঙিয়ে দাও এই মন, এই ভুবন…
মেতে ওঠো সবে রঙের উৎসবে।
শুভ দোলযাত্রা।।

দোল পূর্ণিমার গান

ওরে গৃহবাসী খোল্‌, দ্বার খোল্‌, লাগল যে দোল।
স্থলে জলে বনতলে লাগল যে দোল।
দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥
রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে,
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে,
নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল।
দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥
বেণুবন মর্মরে দখিন বাতাসে,
প্রজাপতি দোলে ঘাসে ঘাসে।
মউমাছি ফিরে যাচি ফুলের দখিনা,
পাখায় বাজায় তার ভিখারির বীণা,
মাধবীবিতানে বায়ু গন্ধে বিভোল।
দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥

ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে–
ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় রে,
আড়ালে আড়ালে কোণে কোণে॥
রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস–
যেন চল-চঞ্চল নব পল্লবদল মর্মরে মোর মনে মনে। ।
হেরো হেরো অবনীর রঙ্গ,
গগনের করে তপোভঙ্গ।
হাসির আঘাতে তার মৌন রহে না আর,
কেঁপে কেঁপে ওঠে খনে খনে।
বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে।
তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে
শুধায়ে ফিরিছে জনে জনে॥

আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে

একলা পেয়েছি তোমায় নিধুবনে ×২

আজ হোলি খেলবো চরণে দলবো (×২)

কুমকুম মারিবো তোমার রাঙা চরণে (×২)

শোনো ওহে বনমালী ভাঙবো তোমার চতুরালি (×২)

কুমকুম মারিবো তোমার রাঙা চরণে (×২)

একলা পেয়েছি তোমায় নিধুবনে

আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে।

একলা পেয়েছি হেথা পালিয়ে যাবে কোথা (×২)

লালে লাল করব অঙ্গ নির্জনে

কুমকুম মারিবো তোমার রাঙা চরণে।

রঙে রঙে পিচকারী’ রেখেছিল ও বংশীধারী (×২)

বারেক দাঁড়াও না হেসে ও চাঁদ বদনে (×২)

একলা পেয়েছি তোমায় নিধুবনে

আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে।

ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে

গোলাপ জবা পারুল পলাশ পারিজাতের বুকের ‘পরে॥

     সেইখানে মোর পরানখানি   যখন পারি বহে আনি,

     নিলাজ-রাঙা পাগল রঙে রঙিয়ে নিতে থরে থরে॥

বাহির হলেম ব্যাকুল হাওয়ার উতল পথের চিহ্ন ধরে–

ওগো তুমি রঙের পাগল, ধরব তোমায় কেমন করে।

     কোন্‌ আড়ালে লুকিয়ে রবে,   তোমায় যদি না পাই তবে

     রক্তে আমার তোমার পায়ের রঙ লেগেছে কিসের তরে॥

raateralo.com

Leave a Comment