Raater Alo

Bangla Good Night SMS 2024 l Shayari & Kabita l শুভ রাত্রির শুভেচ্ছা l Bengali Good Night SMS

Bangla Good Night SMS 2024: গুড নাইট মেসেজ ও শায়রি – আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের প্রিয় বন্ধু ও ভালোবাসার মানুষকে শুভ রাত্রির শুভেচ্ছা দেওয়ার জন্য কিছু ভালো ভালো Bengali Good Night SMS ও Shubo Ratri Shyarai ইন্টারনেট প্রায় সার্চ করে থাকে। সেইজন্য আমার এই পোস্টের মাধ্যমে আমাদের বন্ধুদের জন্য শুভ রাত্রির শুভেচ্ছা জানানোর জন্য শুভ রাত্রির মেসেজ, স্ট্যাটাস ও কবিতার একটি সেরা সংগ্রহ নিয়ে এই পোস্টে হাজির হয়েছে। আপনারা খুব সহজেই এই সমস্ত Bangla Good Night SMS কপি করে প্রিয়জনদের সাথে ভাগ করে দিনের শেষে শুভ রাত্রির শুভেচ্ছা টুকু জানতে পারেন।

Bangla Good Night SMS 2024 l Shayari & Kabita l শুভ রাত্রির শুভেচ্ছা

মেঘলা আকাশ বইছে বাতাস আবছা চাঁদের
আলো রাত হয়েছে ঘুমিয়ে পড়ো স্বপ্ন দেখো ভালো।
"রাত তো অনেক হলো আবার চলো শুয়ে পড়ি
করবো না আর দেরি কারণ কাল যেতে হবে
তোমার বাড়ি।" – শুভ রাত্রি বন্ধু।

New Bengali Good Night Shayari Sms – গুড নাইট মেসেজ

রাতের মাঝে লুকিয়ে রাখা অনেকখানি আশা,
শুভ রাত্রি বলে তোমায় জানাই ভালোবাসা।
স্বপ্ন মানে বাতির খেলা, স্বপ্ন ভালোবাসা!
স্বপ্ন মানে রাতের মাঝে লুকিয়ে রাখা আশা
স্বপ্ন মানে দুঃখ ভুলে নতুন পথযাত্রী
স্বপ্ন মানে মিষ্টি মুখে জানায় শুভরাত্রি

শুভ রাত্রির সেরা শুভেচ্ছা বার্তা – Bangla Good Night SMS l Bengali Good Night SMS

সপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পূরণ হোক,
দুঃখ গুলো দূরে যাক,
সুখে জীবনটা ভরে যাক শুভ কামনা রইলো।
লের মতো সুন্দর তুমি সুন্দর তোমার মন
তার চেয়ে সুন্দর হোক তোমার জীবন।"
শুভরাত্রি শুভেচ্ছা জানাই
ভালো থাকো বন্ধু তুমি ভালো রাখো মন।
মন যদি চাই তবে করিও স্মরণ,
রাখো যদি বন্ধু আমায় তোমার মনে,
পাবে তবে আমায় খুঁজে তোমার স্বপনে।
"জ্যোছনা রাতে একা বসে তোমার কথা ভাবি
এই হৃদয়ের আঙ্গিনাতে তোমার ছবি আঁকি।"
– শুভ রাত্রি বন্ধু
রাতের আকাশে কি তোমাকে পাবো
না চারিদিকে মরীচিকা ভেবে দৌড়ে যাব৷
তুমি ভালো থেকো সুখে থেকো এটাই চাই
তাই চুপি চুপি শুভ রাত্রি বলে যায়।COPY
এই রাতে এতো দুর থেকে যা দিতে পারি তা হলো
শুভেচ্ছা ও ভালোবাসা - শুভ রাত্রি খুব ভালো থেকো তুমি।
জ্যোৎস্না ভরা চাঁদের আলো বন্ধু তুমি থেকো ভালো,
রাত্রি এবার অনেক হলো ঘুম আমায় জানিয়ে দিলোCOPY
নাই বা মনে করলে আমায় নাইবা নিলে খোঁজ
শুভ রাত্রিটা তবুও আমি দিয়ে যাব রোজ….

Shuvo Ratri SMS in Bengali – গুড নাইট মেসেজ

শুভ রাতের প্রতিটা মুহূর্ত খুব ভালো কাটুক তোমার আজকের রাত টাCOPY
তোমার সব চাওয়া পূর্ণ হোক সব স্বপ্ন সত্যি হোক ভালো থেকো।COPY
ভালো থেকো আগামীকালের জন্য অফুরন্ত শুভেচ্ছা দিলাম।COPY

শুভ রাত্রির শুভেচ্ছা বার্তা – New Bengali Good Night SMS Collection

ভালো থেকো সাবধানে থেকো নিজের খেয়াল রেখোCOPY
গোলাপের মতো সুন্দর তোমার আজকের রাতটাCOPY
তোমার সব চাওয়া পূর্ণ হোক সব স্বপ্ন সত্যি হোক ভালো থেকো।COPY
সব সমস্যার সমাধান ঘুম । তাই চুপচাপ ঘুমিয়ে পড়ো। শুভ রাত্রি।COPY
ওই শুনছো…? অনেক রাত হয়ে গেছে গো এবার তুমি ঘুমিয়ে পড়োCOPY

শেয়ার করুন – 

ফুলের মতো সুন্দর তুমি সুন্দর তোমার মন
তার চেয়ে সুন্দর হোক তোমার জীবন।
শুভ রাত্রির শুভেচ্ছা নিও
যা পাখি উড়ে যা বন্ধুর কাছে যা ঘুমিয়ে থাকলে ডাকিস না
ফ্রি থাকলে মিষ্টি করে বলিস, শুভ রাত্রি।
ভালো থেকো, আগামীকালের জন্য অফুরন্ত শুভেচ্ছা দিলাম।
শুভ রাত্রির শুভেচ্ছা তুমি যাও উড়ে,
বন্ধু আছে আমার অনেক দূরে - "Good Night"
"বন্ধুত্বের কোনও ভাষা হয় না
তাকে অনুভব করতে হয়, শুভ রাত্রি বন্ধু"
দিন শেষে তোমাকে দেখার সেই অসমাপ্ত
ইচ্ছে নিয়েই ঘুমাতে হয়। - শুভ রাত্রি
ভালো থেকো সাবধানে থেকো নিজের খেয়াল রেখো
কথা বলা নাই বা হলো নাই বা হলো দেখা
তবুও বলবো ভালো থেকো যেমন আছো যেথা।COPY

Good Night Shayari in Bengali for Girlfriend

প্রত্যেক তার ভালোবাসার সাথে bangla love shayari তো শেয়ার করেই থাকে তবে তারা চাই যাতে দিনের শেষে শুভ রাত্রির মেসেজটি কিছু রোমান্টিক লাইন দিয়ে করতে। সেই জন্য আমরা কিছু সেরা Bangla romantic Good Night shayari নিম্নে প্রস্তুত করলাম যাতে আপানর খুব সহজেই কপি করে প্রিজনদের সাথে শেয়ার করতে পারেন।

ওই আকাশে অনেক তারা মনটা লাগে ভারি নিশি
রাতে তোমায় ছাড়া কেমন করে থাকি।" - শুভ রাত্রি
তোমার খেয়ালে মগ্ন আমি কল্পনার অন্তরালে
হাজার মাইল দূরে তুমি তবু হৃদয় মাঝে জড়ালে।
ঘুমিয়ে পরো বন্ধু আমার হল অনেক রাত
বাকি কথা বলব পরে আজ এটুকুই থাক৷COPY

Bengali Romantic Shubho Ratri Sms & Shayari

ফুলের মতো ফুটে আছে ওই আকাশের তারা
আমি একা ভালো লাগে না বন্ধু তোমাকে
ছাড়া তুমি ছাড়া, এই মনটা কিছু বোঝে না
পাখি হয়ে আমার কাছে ওড়ে এসো না।
রাত যত গভীর হয়…!
হৃদয়ের গভীরে থাকা মানুষগুলোকে..
তত বেশি মনে পড়ে…….COPY
ফুলের মতো সুন্দর তুমি সুন্দর তোমার মন
তার চেয়ে সুন্দর হোক তোমার জীবনCOPY

Romantic Good Night Sms in Bangla

যদিও থাকো তুমি অনেক দূরে,
তবুও আছো তুমি আমারই মনেCOPY
টিপ টিপ বৃষ্টি পড়ে তোমার কথা মনে পড়ে
বন্ধু তুমি কেমন আছো? মাঝে মাঝে ফোন করো,
রাত এখন অনেক হলো মোবাইল রেখে ঘুমিয়ে পড়ো।COPY
"আমরা দিনের শেষে একটি মাত্র গুরুত্বপূর্ণ কাজ,
তোমাকে শুভ রাত্রি বলে শুভেচ্ছা জানানো
যদি মনে হয় কোনো দিনও তবে তুমিও আমায়
তোমার শুভেচ্ছা জানিও।"COPY

Sad Romantic Bangla Good Night Shayari & Status

"তোমার কাছে থেকে শুভ রাত্রির
শুভেচ্ছা পাওয়ার অপেক্ষায় বসে আছি।"COPY
"ফুলের পরি হওয়ার দোলায় গন্ধ ছড়ায় বনে
বন্ধু তুমি কোথায় আছো পড়ছে তোমায় মনে
আমি তোমার আঁধার রাতের নীল আকাশের যাত্রী
বন্ধু তোমায় জানাই আমি মিষ্টি শুভ রাত্রি।"COPY
জীবনে আমি যতই ব্যাস্ত থাকি না কেন
প্রত্যেক রাতে ঠিক তোমাকে মনে পড়ে যায়COPY
রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা,
রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালোবাসা।
রাত মনে তোমায় শুধু বলা – 
"শুভ রাত্রির শুভেচ্ছা"COPY

Good Night Status Bangla – শুভ রাত্রি মেসেজে

প্রত্যেক সফলতার গল্প শুরু হয়
সুন্দর একটি স্বপ্ন দিয়ে তাই
সকলে খুব ভালো ভালো স্বপ্ন দেখো।COPY

Bengali Good Night Status for Whatsapp & Fb

নিশি রাতে চাঁদের আলো বন্ধু তুমি থেকো ভালো
সন্ধ্যা শেষে রাত আসে তোমার স্মৃতি মনে পরে
বন্ধু তুমি সুখে থেকো পারলে আমায় মনে রেখো।COPY
মেনে নিলেই শান্তি মনে নিলেই অশান্তি -  গুড নাইট COPY
তুমি ভালো থেকো তোমার আশা পূর্ণ হোক, - গুড নাইটCOPY
দূর থেকেই চাইছি আমি বন্ধু তুমি ভালো থেকো
জানি খুবই ব্যস্ত তুমি তবুও নিজের খেয়াল রাখোCOPY
জোনাকি হল রাতের বাতি স্বপ্ন নাকি ঘুমের সাথি
মন হল মায়াবী পাখি… বন্ধু নাকি সুখ দুঃখের সাথি।COPY

Bangla Good Night Kobita

দূরে আমি দূরে তুমি দেওয়ার কিছু নেই
দেওয়ার মতো আছে শুধু এই SMS
দুষ্টু হাতে লিখছি মেসেজ মিষ্টি মুখে পড়ো
আমার কথা পড়লে মনে একটা মেসেজ করো..COPY

শুভ রাত্রি শুভেচ্ছা জানানোর সেরা কবিতা

আকাশেতে চাঁদ উঠেছে মেঘ করেছে আড়ি,
মনের দরজা খোলা রেখো যাবো তোমার বাড়ি,
পথে যদি দেরি হয় করে থাকো অভিমান,
রাগ ভাঙ্গাতে নিয়ে যাবো সুন্দর স্বপ্নের সোপান।COPY
রাত মানে গভীর নেশা স্বপ্ন দেখার আশা,
রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালোবাসা।
রাত মানে চোখটি বুজে স্মৃতির মোড়ক খোলা
রাত মানে তোমায় আমার শুভ রাত্রি বলা।COPY

Subho Ratri Bangla Sms and Status

রাত আসে তারা নিয়ে, ঘুম আসে স্বপ্ন নিয়ে,
কালকের সকাল যেন তোমার জন্য অনেক
খুশি নিয়ে আসে এই প্রার্থনা করি।COPY
শুভ রাত্রি বলাটা শুধুমাত্র একটা সুজন্যতা প্রকাশ কিংবা
মেসেজ ফ্রী আছে বলে নয় এটা একটা সুন্দর রীতি যাতে বলা হয়
আমি তোমাকে দিনের শেষ মিনিটও মনে করেছিCOPY

Subho Ratri Bangla Sms and Shayari with Images

কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে
হাজার ব্যস্ততার মাঝে থেকেও
একটু সময় দিও। হয়তো তোমার একটু
সময়ের জন্য সবসময় সে অপেক্ষায় বসে আছে।COPY
রাত যত গভীর হয়…!
হৃদয়ের গভীরে থাকা মানুষগুলোকে……
তত বেশি মনে পড়ে…….COPY
তাকেই বেশি মনে পরে,
যে সারাদিনে একবারও আমার খোঁজ নেয় নাCOPY

আশা করছি আপনারা এই শুভ রাত্রি শুভেচ্ছা দেওয়ার বার্তা সংগ্রহ পছন্দ হয়েছে। আপনি এই Bangla Good Night Images ডাউনলোড করে অথবা এই রোমান্টিক বাংলা গুড নাইট মেসেজ কপি করে বন্ধু ও প্রিজনদের শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

Exit mobile version