নির্মলেন্দু গুণের উক্তি 2024 | জনপ্রিয় ও হৃদয় ছোঁয়া বাণী সমাবেশ

By raateralo.com

Updated on:

নির্মলেন্দু গুণের উক্তি 2024

নির্মলেন্দু গুণের উক্তি | জনপ্রিয় ও হৃদয় ছোঁয়া বাণী সমাবেশ: নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী, যিনি নির্মলেন্দু গুণ নামে ব্যাপক পরিচিত, তিনি একজন বাংলাদেশী কবি এবং চিত্রশিল্পী। তিনি ২১ জুন, ১৯৪৫ সনে নেত্রকোণায় জন্মগ্রহণ করেন । কবিতার পাশাপাশি তিনি গদ্য এবং বিভিন্ন ভ্রমণকাহিনীও লিখেছেন। নারীপ্রেম, শ্রেণি-সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধিতা; এ-বিষয়সমূহ তাঁর কবিতার প্রধান বিষয়বস্তু ।

তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমাংশুর রক্ত চাই’ ১৯৭০ সালে প্রকাশিত হবার পর জনপ্রিয়তা অর্জন করে। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে না প্রেমিক না বিপ্লবী (১৯৭২), কবিতাঅমিমাংসিত রমণী (১৯৭৩), আমার কণ্ঠস্বর, রক্ত আর ফুলগুলি (১৯৮৩), ১৯৮৭ (১৯৮৮), ইত্যাদি । তিনি বাংলা একাডেমী কর্তৃক ১৯৮২ সালে পুরস্কার লাভের পাশাপাশি, ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন । নির্মলেন্দু গুণের জনপ্রিয় উক্তিগুলো নিয়েই রাতের আলোর এই আয়োজন ।

নির্মলেন্দু গুণের উক্তি | জনপ্রিয় ও হৃদয় ছোঁয়া বাণী সমাবেশ

জীবন ও জীবনবোধ নিয়ে উক্তি

“এত যে আমি ওখানে যাই
ওখানেই পাই কাছে
ওইখানে তার পায়ের কিছু
চিহ্ন পড়ে আছে।”

“ হয়তো আবার একাও থাকবো,
কিন্তু সত্যি বলছি একটা সম্পূর্ণ দিন আমরা কিছুই
করবনা।।এই হেমন্তে যে নদী মৃত্যুর প্রস্তুতি নেবে
আগামী শীতের,তার মতো আমরাও প্রস্তুত হবো
আমাদের একটা সারাদিনের জন্যে, এই হেমন্তে। ”

“ কবে থেকে আকাশ দাঁড়িয়ে আছে একা,
তার বুক থেকে খসে পড়েছে কত তারা।
বেঁচে থাকলে আরো কত তারাই খসবে,
তা নিয়ে আকাশ কি দুঃখ করতে বসবে? ”

“ দু’একটি বিষণ্ণ ঝিঁঝিঁ ছাড়া আর কোনো গান নেই,
শব্দ নেই, জীবনের শিল্প নেই, নেই কোনো প্রাণের সঞ্চার।
এ শহর অন্ধ করে তুমি চলে যাচ্ছো অন্য এক দূরের নগরে,
আমি সেই নগরীর কাল্পনিক কিছু আলো চোখে মেখে নিয়ে
তোমার গন্তব্যের দিকে, নীলিমায় তাকিয়ে রয়েছি। ”

“ যা পেতে ইচ্ছে করে, আমি তাকেই বলি সুন্দর ।
প্রত্যেকটি প্রাণেরই এক-একটা স্বতন্ত্র চেহারা থাকে ।
সুন্দরের কোনো নির্দিষ্ট চেহারা নেই, সে আপেক্ষিক ! ”

“রাত যত বাড়ে,
রক্তে-মাংসে, ত্বকের লাবণ্যে, হাড়ে
আমি টের পাই তোমার আহ্বান।
মন বলে চাই, আরও চাই,
পেতে চাই কামতপ্ত মুঠোর ভিতরে।
লেহনে-মর্দনে, সঙ্গমে-শয্যায়
আমি শুনি শুধু ঘুম পাড়ানিয়া গান।”

নির্মলেন্দু গুণের প্রেরণাদায়ক উক্তি l নির্মলেন্দু গুণের জীবন দর্শন উক্তি

“অমিতব্যয়িতা আমার স্বভাব, ব্যক্তিগত জীবনে এবং স্বভাবতই কবিতাতেও। কবিতা কী? জানিনে। ছন্দ কাকে বলে – ভালো করে বুঝিনে। কাব্য বিচারের মানদন্ড কী? – আমি নিরুত্তর। আমি শুধু উড়নচণ্ডি প্রেমিকের মতো অবিবেচক, যুক্তিহীন এবং ব্যক্তিগত। আমার কাছে কবিতা তা-ই, আমি যা লিখি। অন্যের কাছে সেটা গল্প হলেও ক্ষতি নেই, এলজাব্রা হলেও না।”

“ আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম,
এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি ”

“অপরের ব্যথা, কতো ব্যর্থতা
পায়ে দলে চলি সমুখের ডাকে;
গতিচঞ্চল জীবনের বাঁকে
তবু বহু ভুল থেকে যায় জানি ।
সতর্ক চিতে যতো যতি টানি,
মানুষের লাগি যতো গীত ভানি
কাল সে আসিবে, মুখখানি তার
যতই দেখিব ভালোবাসিবার
বাসনা জাগিবে চিতে, আসিবে না
জানি, কাল চিরকালে ধরা দিতে।” –

উপরোক্ত নির্মলেন্দু গুণ উক্তি, তাঁর রচিত ‘কাল সে আসিবে’ কবিতা থেকে চয়ন করা হয়েছে ।

“ এরকম উন্মোচনে যদি তুমি অনুরাগে মুর্ছা যেতে চাও
মূর্ছা যাবে,জাগাবো না,নিজের শরীর দিয়ে কফিন বানাবো ”

জীবনবোধ নিয়ে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ উক্তি সমূহ  ।

প্রেম – ভালোবাসা ‍নিয়ে উক্তি

“ডাকিব না প্রিয়, কেবলি দেখিব
দু’চোখে পরান ভরে;
পূজারী যেমন প্রতিমার মুখে
প্রদীপ তুলিয়া ধরে ।” – স্মরণ

“প্রাণে জ্বলে ওঠে গগনচুম্বী
বাসনা ঢেউ,
তোমাকে পাবে না পরান ভরিয়া
আমি ছাড়া কেউ ।” – আত্মকেন্দ্রিক স্বপ্ন

“ পাগলী আমার ঘুমিয়ে পড়েছে
মুঠোফোন তাই শান্ত,
আমি রাত জেগে দিচ্ছি পাহারা
মুঠোফোনের এই প্রান্ত ।
এ কথা যদি সে জানতো ?
আমিও দিই না জানতে,
কবির প্রেম তো এরকমই হয় –
পান্তা ফুরায় নুন আনতে ।
হে চির-অধরা আমার,
তুমি তো সেকথা জানতে । ”

“ ‘ভালোবাসি’ বলে দেব স্ট্রেটকাট, আবার যখনই দেখা হবে ”

“ শুধু তোমাকে একবার ছোঁব,
অহংকারে মুছে যাবে সকল দীনতা ”

“ শুধু তোমাকে একবার ছোঁব,
ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন ”

“ শুধু তোমাকে একবার ছোঁব,
স্পর্শসুখে লিখা হবে অজস্র কবিতা ”

“ শুধু তোমাকে একবার ছোঁব,
তারপর হব ইতিহাস ”

“ আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই
বলে দেব স্ট্রেটকাটঃ ‘ভালোবাসি’।
এরকম সত্য-ভাষণে যদি কেঁপে ওঠে,
অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়,
আমি নখাগ্রে দেখাবো প্রেম, ভালোবাসা, বক্ষ চিরে
তোমার প্রতিমা। দেয়ালে টাঙ্গানো কোন প্রথাসিদ্ধ
দেবীচিত্র নয়, রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাচে
দেখবে নিজের মুখে ভালোবাসা ছায়া ফেলিয়াছে ”

“ হয়তো ফুটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যত আছে,
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে
বনের কুসুমগুলি ঘিরে।
আকাশে মেলিয়া আঁখি
তবুও ফুটেছে জবা, দূরন্ত শিমুল গাছে গাছে,
তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক ”

“ ভালোবাসা, অর্থ ও পুরস্কার আদায় করে নিতে হয় ”

“ তুমি লহ নাই ভালোবাসিবার দায়,
দু’হাতে শুধুই কুড়িয়েছো ঝরা ফুল ।
কৃষ্ণচূড়ার তলে,আমি বসে একা
বুনিয়াছি প্রেম ঘৃণা বুনিবার ছলে । ”

“আমরা দুজনে রচনা করেছি
একে অপরের ক্ষতি,
প্রবাসী প্রেমের পাথরে গড়েছি
অন্ধ অমরাবতী।”

আরো পড়ুন: সুকান্ত ভট্টাচার্যের 20টি সেরা কবিতা

“কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে
গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন।
তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে আমি সে কথা বলিনি
সে কথা আমার ঈশ্বর জানেন।”

“ একটা সারাদিন কিছুই করবনা আমরা,
না কিছুই না।
হয়তো সারাটাদিন আমরা পাশাপাশি
বসে থাকব,অনন্তকালের মতো । ”

“হয়তো সহজ কাছে আসা, তাই কাছে আসি,
হয়তো সহজ ভালোবাসা, তাই ভালোবাসি।” –

উপরোক্ত নির্মলেন্দু গুণ উক্তি, তাঁর রচিত ‘কিছুই সহজ নয়’ কবিতা থেকে চয়ন করা হয়েছে ।

“ভুলে যাব সব সময়-নিপাতে
স্মরণে জাগিয়ে প্রেম,
আঁধারে তখন জ্বলিবে তোমার
চন্দনে মাখা হেম।” –

উপরোক্ত নির্মলেন্দু গুণ বাণী, তাঁর রচিত ‘স্মরণ’ কবিতা থেকে চয়ন করা হয়েছে ।

“নাক নেই বলে গন্ধ পাইনি বকুল-শেফালি ফুলের,
ত্বক নেই বলে স্পর্শ পাইনি নারীর নরোম চুলের ।”

“হাত নেই বলে তোমার শিকল পরতে পারিনি হাতে,
পদহীন বলে পথের পাথেয় হারিয়েছি বেদনাতে ।”

“মন আছে বলে মনের শিকল বনের পাখির পায়ে
পরায়ে পরায়ে কেটেছে জীবন, ঠেকেছি প্রেমের দায়ে ।” –

উপরোক্ত নির্মলেন্দু গুণ বাণী, তাঁর রচিত ‘দায়’ কবিতা থেকে চয়ন করা হয়েছে ।

“আবার একটা ফুঁ দিয়ে দাও,
মাথার চুল মেঘের মতো উড়ুক ।
আবার একটা ফুঁ দিয়ে দাও,
স্বপ্নগুলো ছায়ার মতো ঘুরুক”

“শুধু তোমাকে একবার ছোঁব,
অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়।
শুধু তোমাকে একবার ছোঁব,
তারপর হব ইতিহাস।”

“হাত বাড়িয়ে ছুঁইনা তোকে
মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করিনা
এককে করি দুই ।”

উপরোক্ত নির্মলেন্দু গুণ উক্তি, তাঁর রচিত ‘যাত্রাভঙ্গ’ কবিতা থেকে চয়ন করা হয়েছে ।

“প্রাণে জ্বলে ওঠে গগনচুম্বী
বাসনা ঢেউ,
তোমাকে পাবে না পরান ভরিয়া
আমি ছাড়া কেউ।” –

উপরোক্ত নির্মলেন্দু গুণ বাণী, তাঁর রচিত ‘আত্মকেন্দ্রিক স্বপ্ন’ কবিতা থেকে চয়ন করা হয়েছে ।

“আমি আর কোনো নবযাত্রার আয়োজন করবো না।
বাকি সময়টা আমি তোমার পাশেই দাঁড়িয়ে থাকতে চাই।”

প্রেম – ভালোবাসা নিয়ে > সুনীল গঙ্গোপাধ্যায়ের উক্তিসমূহ ।

বিরহ নিয়ে উক্তি

“ রাত্রিভর স্বপ্ন দেখে
ভোরসকালে ক্লান্ত।
যাকে নিয়ে স্বপ্ন দেখা,
সে যদি তা জানতো! ”

“নেই তবু যা আছের মতো দেখায়
আমরা তাকে আকাশ বলে ডাকি,
সেই আকাশে যাহারা নাম লেখায়
তাদের ভাগ্যে অনিবার্য ফাঁকি !
জেনেও ভালোবেসেছিলাম তারে ,
ধৈর্য ধরে বিরহ ভার স’বো ;
দিনের আলোয় দেখাবো নিষ্প্রভ
জ্বলবো বলে রাতের অন্ধকারে ।
আমায় তুমি যতোই ঠেলো দূরে
মহাকাশের নিয়ম কোথায় যাবে ?
আমি ফিরে আসবো ঘুরে ঘুরে
গ্রহ হলে উপগ্রহে পাবে !
মাটি হলে পাবে শস্য- বীজে
বাতাস হলে পাবে আমায় ঝড়ে !
মৃত্যু হলে বুঝবে আমি কি যে ,
ছিলেম তোমার সারাজীবন ধরে !”

“ আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য ”

“কিছুই সহজ নহে, বেদনা সহজ নহে,
বিরহ সহজ নহে, মিলন সহজ নহে।
কী তবে সহজ?
কিছুই সহজ নহে যদি, নদী কি সহজ?
নাকি সহজ কঠিন? সহজ কঠিন ভেবে
কঠিনেরে ভালোবাসিলাম।”

“আমি জানি, আমাদের কথার ভিতরে এমন কিছুই নেই,
অনর্থ করলেও যার সাহায্যে পরস্পরের প্রতি আমাদের
দুর্বলতা প্রমাণ করা সম্ভব। আমিও তো তোমার মতোই
অসম্পর্কিত-জ্ঞানে এতদিন উপস্থাপন করেছি আমাকে।
তুমি যখন টেলিফোন হয়ে প্রবেশ করেছো আমার কর্ণে-
আমার অপেক্ষাকাতর হৃৎপিণ্ডের সামান্য কম্পনও আমি
তোমাকে বুঝতে দিই নি। দুর্বলতা ধরা পড়ে যায় পাছে।
তুমিও নিষ্ঠুর কম নও, তুমি বুঝতে দাওনা কিছু। জানি,
আমার কাছেই তুমি শিখেছিলে এই লুকোচুরি করা খেলা।
কিন্তু এখন, যখন ক্রমশ ফুরিয়ে আসছে আমাদের বেলা,
তখন ভেতরের চঞ্চলতাকে আমরা আর কতটা লুকাবো?
অস্ত যাবার আগে প্রবল সূর্যও চুম্বন করে পর্বত শিখর,
আর আমরা তো দুর্বল মানুষ, মিলনে বিশ্বাসী নর-নারী।
কার ভয়ে, কী প্রয়োজনে আমরা তাহলে শামুকের মতো
স্পর্শমাত্র ভিতরে লুকাই আমাদের পল্লবিত বাসনার শূঁড়।
তার চেয়ে চল এক কাজ করি, তুমি কান পেতে শোনো,
তুমি শুধু শোনো, আর আমি শুধু বলি, বলি, ভালবাসি।”

“আমি কি জানি না, এই বৈরি-পৃথিবীতে
শুধু তুমি ছাড়া কতটা দুর্লভ ছিল সুখ?
আমি কি জানি না, এই নিস্তরঙ্গ অকূল পাথারে
তুমি ছাড়া কতটা অসহ্য ছিল বাঁচা!”

“ তুমি চলে যাচ্ছো, ল্যাম্পপোস্ট থেকে খসে পড়ছে বাল্ব,
সমস্ত শহর জুড়ে নেমে আসছে মাটির নিচের গাঢ় তমাল তমসা।
যেন কোনো বিজ্ঞ-জাদুকর কালো স্কার্ফ দিয়ে এ শহর দিয়েছে মুড়িয়ে ”

মানুষ নিয়ে উক্তি

“চোখ নেই বলে দেখতে পাইনি হীরা চুনী আর পান্না
কান নেই বলে শুনতে পাইনি মানুষ-পাখির কান্না ।” – দায়

“জিভ নেই বলে বুঝতে পারিনি, আমৃত স্বাদ কিনা–,
বুক নেই বলে বইতে পারিনি মানুষের দেয়া ঘৃণা ।” – দায়

আরও পড়ুন: কাজী নজরুল ইসলামের উক্তিসমূহ ।

নির্মলেন্দু গুণের উক্তিগুলো বরাবরই মানুষের মনকে ছুঁয়ে গেছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে । উপরোক্ত উক্তিগুলো বিভিন্ন বাংলা ব্লগ এবং তাঁর গ্রন্থসমূহ থেকে সংগ্রহ করা হয়েছে ।

HP Victus Gaming Laptop, 12th Gen Intel Core i5-12450H,4GB RTX 2050 GPU,15.6-inch(39.6 cm),FHD,IPS,144Hz,16GB DDR4,512GB SSD,Backlit KB,MSO,B&O,9ms response time

raateralo.com

Leave a Comment