Famous Quotes by Plato l গ্রিক দার্শনিক প্লেটোর বিখ্যাত উক্তি ও বাণীসমূহ 2024

By raateralo.com

Updated on:

Famous Quotes by Plato

Famous Quotes by Plato: বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো, আরেক বিখ্যাত দার্শনিক সক্রেটিসের শিষ্য এবং অ্যারিস্টটলের গুরু। প্রাচীন গ্রিসের সবচেয়ে প্রভাবশালী তিনজন দার্শনিকের মধ্যে প্লেটো দ্বিতীয়। প্লেটো খ্রিস্টপূর্ব ৪২৮ অব্দে (সবচেয়ে গ্রহণযোগ্য, মতান্তরে ৪২৭-৩১) প্রাচীন গ্রীসের এথেন্স নগরীতে জন্মগ্রহণ করেন। প্লেটো একাধারে গণিতজ্ঞ এবং দার্শনিক ভাষ্যের রচয়িতা হিসেবে খ্যাত। সঙ্গীতের প্রতিও প্লেটোর গভীর আকর্ষণ ছিল। তিনি বিশ্বাস করতেন সঙ্গীত মানবজীবন জীবনকে পূর্ণতা দান করে। তাঁর ব্যক্তিজীবন এবং পরিবার সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় নি। তাঁর বাবা অ্যারিস্টন এবং মা পেরিকটিওন উভয়েই বিশেষ বংশমর্যাদার অধিকারী ছিলেন। শৈশব থেকেই প্লেটো ছিলেন অত্যন্ত সুঠাম দেহের অধিকারী। বলা হয়ে থাকে, আয়তাকার কাঁধের অধিকারী ছিলেন বলেই সবাই তাঁকে প্লেটো নামে ডাকতো। তাঁর আসল নাম অ্যারিস্টোক্লেস। যা তাঁর দাদার নামের সাথে মিলিয়ে রাখা হয়েছিল। প্লেটো শৈশব থেকেই সক্রেটিসের দ্বারা ভীষণভাবে প্রভাবিত ছিলেন। সক্রেটিসই ছিলেন তাঁর লেখার কেন্দ্রীয় চরিত্র। “একাডেমি” প্রতিষ্ঠা (অনেকের মতে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়) এবং ‘রিপাবলিক’ লেখার জন্যই তিনি বিশ্বে সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছেন। আনুমানিক ৩৪৮ খ্রিস্টপূর্বাব্দে প্লেটো এথেন্সে মৃত্যুবরণ করেন। আজ আমরা বিখ্যাত দার্শনিক প্লেটোর কিছু বিখ্যাত উক্তি ও বাণী সমূহ নিয়ে আলোচনা করবো।

Famous Quotes by Plato l গ্রিক দার্শনিক প্লেটোর বিখ্যাত উক্তি ও বাণীসমূহ 2024

প্লেটোর অনুপ্রেরণামূলক উক্তি l Plato’s Inspirational Quotes

১.”মূর্খতার চেয়ে বড় পাপ আর নাই।” -প্লেটো

২.”জ্ঞানীরা কিছু বলার থাকলে কথা বলে আর নির্বোধরা কিছু বলার জন্য বলে।“- প্লেটো

৩. “অন্যান্য সবকিছুকে জয় করার থেকে নিজেকে জয় করাই হল সবচেয়ে বড় বিজয়।” – প্লেটো

৪.”যে জীবন সৎকাজে ব্যয় হয় না তাকে কিছুতেই শিষ্ট বলা চলে না।

৫.”যত ধীরেই হোক, কেউ যদি ক্রমাগত এগোতে থাকে তাকে কখনো নিরুৎসাহিত করো না।

৬.”একটা ভালো সিদ্ধান্ত সর্বদা জ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, সংখ্যার ওপর ভিত্তি করে নয়।

৭.”অজ্ঞ থাকার চেয়ে না জন্মানোই ভালো, কারণ অজ্ঞতা সব দূর্ভাগ্যের প্রধান কারন।

৮.”প্রয়োজনীয়তা উদ্ভাবনের জননী।

৯.”যে কেউই অন্যের অতি সহজেই ক্ষতি করতে পারে কিন্তু প্রত্যেক ব্যক্তি অন্য মানুষের জন্য ভালো কাজ করতে পারেনা।

১০.”অনেক কাজকে অসম্পূর্ণতার দ্বারা করার থেকে ভালো, সামান্য কোনো কাজকে পরিপূর্ণতার সাথে করা।

১১.”ভালো জিনিসের পুনরাবৃত্তিতে ক্ষতি নেই।

বন্ধু ও বন্ধুত্ব নিয়ে প্লেটোর উক্তি l Plato’s quote about friends and friendship

১২.”বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে।“-প্লেটো

প্রেম নিয়ে প্লেটোর কিছু উক্তি l Plato’s quote about love

১৩.”প্রেমের স্পর্শে সবাই কবিতে পরিণত হয়।“- প্লেটো

১৪.”ভালোবাসা একটি গুরুতর মানসিক ব্যাধি।“- প্লেটো

আরও পড়ুন : এ. পি. জে. আব্দুল কালামের বিখ্যাত উক্তি ও বাণীসমূহ

পাপ নিয়ে প্লেটোর বাণী l Plato’s Discourse on Sin

১৫.’পাপী হচ্ছে সেই ব্যক্তিই, যে মানুষের শুধু খারাপ কাজকে প্রকাশ করে আর ভালো কাজ করে গোপন।“- প্লেটো

১৬.”মূর্খতার চেয়ে বড় পাপ আর নাই।

প্লেটোর রাজনৈতিক উক্তি l Plato’s Political Quotes

১৭.”রাজনীতিতে অংশগ্রহণে অনীহার অন্যতম শাস্তি হচ্ছে নিজের তুলনায় নিকৃষ্টদের দ্বারা শাসিত হওয়া।“- প্লেটো

১৮.”জীবনে কিংবা আচরণে রাষ্ট্রের ন্যায় বিচার তখনই সম্ভব, যখন প্রত্যেক নাগরিকের চিন্তায় এবং হৃদয়ে সেটা বিদ্যমান।

১৯. “মানুষ যেমন হবে রাষ্ট্রও তেমনিই হবে। মানুষের চরিত্র দ্বারাই রাষ্ট্র গড়ে ওঠে।“- প্লেটো

২০.”গণতন্ত্র শেষমেষ একনায়কতন্ত্রে পরিণত হয়ে যায়।

২১.”শাসনে অনিচ্ছুক শাসকই শ্রেষ্ঠ শাসক। আর যে শাসন করার লোভেই শাসক হয় সে হল নিকৃষ্ট শাসক।

২২.”প্রতিশোধ শান্তি আনতে পারে না।

সাহস নিয়ে প্লেটোর উক্তি

২৩.”সাহস বলতে বোঝায় এটাই জানা যে কোথায় কোথায় ভয় পাওয়া উচিত নয় ।“- প্লেটো

শিক্ষা নিয়ে প্লেটোর উক্তি

২৪.“যে মানুষ শিক্ষাকে অবহেলা করে, জীবনে শেষদিন অবধি সে খুঁড়িয়েই হাঁটে।

Famous Quotes by Plato গ্রিক দার্শনিক প্লেটোর বিখ্যাত উক্তি ও বাণীসমূহ 2024

২৫.”মানুষের ব্যবহার প্রধানত তিনটি জায়গা থেকে প্রবাহিত হয় : ইচ্ছা, অনুভূতি এবং জ্ঞান।

জীবন নিয়ে প্লেটোর বানী

২৬.”চিকিৎসকেরা যে ভুল করেন তা হল তারা মনের চিকিৎসা না করে শরীর সারাতে চান। যদিও মন আর শরীর অবিচ্ছেদ্য তাই আলাদা করে চিকিৎসা করা উচিত নয়।

২৭.”যুবকদের তুলনায় বুড়োদের রোগ-ব্যাধি অনেক কম। কিন্তু যা থাকে তা আমরণ সাথী হিসেবেই বিদ্যামান থাকে। ”

২৮.”মৃত্যু সবচেয়ে খারাপ জিনিস মোটেই নয় যা মানুষের জীবনে ঘটতে পারে।

২৯.”জীবন একটি শিল্প যা কেবল জ্ঞানের মাধ্যমেই প্রকাশ পেতে পারে।” -প্লেটো

সৌন্দর্য নিয়ে প্লেটোর উক্তি

৩০ “সৌন্দর্য হল প্রাকৃতিক চরম উৎকর্ষ।“-প্লেটো

raateralo.com

Leave a Comment