এই ব্লগে বর্ণন করছি ভগবান শ্রীকৃষ্ণের ৬৪ গুণ (64 Qualities of Shri Krishna) এবং শ্রীমতি রাধারানীর ২৫ গুণ (25 Qualities of Radha Rani)। ভগবান শ্রীকৃষ্ণ সকলকে আকৃষ্ট করেন; অন্যদিকে শ্রীমতি রাধারানীর ২৫ দিব্য গুণের কারনে ভগবান রাধারানীতে আকৃষ্ট হন।
❝ ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ,
অনাদিরাদিগােবিন্দঃ সর্বকারণকারণম্। ❞
━┉┈┈(ব্ৰহ্ম সংহিতা)
অনুবাদ: “শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তিনি এক ও অদ্বিতীয়। তিনি অনাদি ও আদি, সর্ব কারণের কারণ, তিনিই গােবিন্দ। অর্থাৎঅনন্ত কোটি ব্রহ্মান্ড, অনন্ত বৈকুন্ঠ ও অনন্ত অবতারের আধার। মায়া ও জীবের আশ্রয়। তাঁর অঙ্গ কান্তি নির্বিশেষ রুপে প্রতিভাত ব্রহ্ম স্বরুপ যা জ্ঞানীদের আশ্রয়।”
✸ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর (পরমেশ্বর)। ঈশ্বর হলেন ইচ্ছাময়। তিনি স্বয়ম্ভূ (স্বয়ং সৃষ্ট), তাই অনাদি; আবার সমস্ত সৃষ্টির মূল কারণ বলে তিনি আদি। তিনি সচ্চিদানন্দ, অর্থাৎ নিত্যজ্ঞানময়, নিত্য আনন্দদায়ক ব্রহ্ম। ঈশ্বর সর্বশক্তিমান। তিনি অনন্ত অসীম, তার ভাবও অনন্ত।
✸ শ্রীকৃষ্ণ হচ্ছেন সচ্চিদানন্দ (সৎ-চিৎ-আনন্দ = নিত্য/শাশ্বত + জ্ঞান + সুখপূর্ণ)
✦ সৎ হলো সৃজন শক্তি বা বিশুদ্ধ চেতনা যা কখনো পরিবর্তন হয় না, শাস্ত্র একেই বলে সৎ।
✦ চিৎ হলো পরিচালিকা শক্তি বা আত্মা সচেতনতা বা চৈতন্য।
✦ আর আনন্দ হলো নিঃস্বার্থ ভালো লাগা, প্রাপ্তি ভিন্ন ভালো লাগা। তার মানে ভগবান আমাদের চেতনায় ধরা দেন এই রূপে।
✸ সবকিছুকে আকর্ষণ করেন বলে তিনি কৃষ্ণ। জ্ঞানীর নিকট তিনি নির্বিকার নির্বিশেষ পরমাত্মা, পরব্রহ্ম। সাধকের নিকট অভীষ্ট ফল প্রদানকারী পরমেশ্বর। ভক্তের কাছে তিনিই পরম করুণাময়, ক্ষমাসুন্দর রসঘন, অশেষ কল্যাণময়ী গুণময়, ভগবান। তিনি অসীম অনন্ত হয়েও ধারণ করতে পারেন শান্ত রূপ; তিনি গােলকবিহারী হয়ে আসতে পারেন ধরাধামে।
✸ তিনি জগৎ ও জীব সৃষ্টি, সংহার ও পালনকারী পরমাত্মা ঈশ্বরতত্ত্ব যা অষ্টাঙ্গ যোগীদের আশ্রয়। তাঁর সর্বশক্তিমান সচ্চিদানন্দ বিগ্রহ রূপে আনন্দ প্রধান শ্রীভগবান রূপে ভক্তগনের কাছে প্রতিভাত হন।
✸ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তি, প্রকাশ ও বিলাস নিত্য অনন্ত। ঐশ্বর্য্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য তাঁর ষড়ৈশ্বর্য নিত্য গুণ। এর মধ্যে বৈরাগ্য গুণ বিশেষ ভাবে গুনান্বিত। যেমন, শ্রীকৃষ্ণ যুথিষ্ঠির মহারাজের দূত হয়ে যুদ্ধ-বিগ্রহ এড়ানোর জন্য দুর্যোধনের নিকট শেষপর্যন্ত পাঁচ ভাইয়ের জন্য পাঁচটি গ্রাম প্রার্থনা কিরেছিলেন।
✸ ঈশ্বর আরাধনার বিভিন্ন পথের বর্ণন শ্রীমদ্ভগবতগীতাতে বর্ণন আছে – জ্ঞান যোগ, কর্ম যোগ ও ভক্তি যোগ – যে কোন পথ ধরে সাধনা করলেই ভগবানকে লাভ করা যায়। কর্মের মাধ্যমে জ্ঞানের উদয় এবং সেই জ্ঞানের দ্বারা ভক্তির উদয় হয়ে থাকে। ভক্তি সাধককে ভগবানের চরণে প্রণিপাত করে।
✸ তিনি অনন্ত কোটি ব্রহ্মান্ডের মালিক, স্বরাট ও স্বাধীন পুরুষ হয়েও তিনি যুথিষ্ঠিরের রাজসূয়ো যজ্ঞে অতিথিদের হাত-পা ধোয়ার দায়িত্ব নিয়ে সেবা করেছেন। তিনি অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের আজ্ঞায় রথ পরিচালনা করেছেন। তিনি দ্বারকার রাজা হয়েও সুদামা বিপ্রের পাদপদ্ম ধৌত করেছিলেন। তার স্ত্রীর দেওয়া নিকৃষ্ট খাদ্য চোখের জলে ভেজা চিড়াও প্রীতি সহকারে খেয়েছিলেন।
✸ এই কলিযুগে শ্রীকৃষ্ণই চৈতন্য মহাপ্রভু রুপে অবতীর্ন হয়ে বৈরাগ্য রুপ ধারন করে গোলকের প্রেমধন হরিনাম। যাকে তাকে দান করেছেন। মহাপ্রভু নিজেকে নগন্য মনে করে সার্বভৌম ও দিগ্বিজয়ী কেশব কাশ্মিরীকে হারিয়েও তাদেরকে সম্মান প্রদান করেছিলেন। পরবর্তীতে, মহাপ্রভুর অনুসারীরাও একেক জন মহা বৈরাগ্যবান ছিলেন। মহাপ্রভুর ভক্তরা আজও নিজকে দ্বীন-হীন মনে করেন।
শ্রীকৃষ্ণের ৬৪ গুণ l 64 Qualities of Shri Krishna l রাধারানীর ২৫ গুণ l 25 Qualities of Radha Rani
Table of Contents
◼️ শ্রীকৃষ্ণের ৬৪ গুণ ◼️
(64 Qualities of Krishna)
─•━━⊱♦️✥♦️⊰•⊰❁*❀❁❁❀*❁⊱⊱♦️✥♦️⊰•━━•─
❝ অনন্ত কৃষ্ণের গুণ, চৌষট্টি — প্রধান।
এক এক গুণ শুনি’ জুড়ায় ভক্ত-কান ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৬৯)
ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত গুণের মধ্যে ৬৪ গুণ প্রধান যা কোনো দেবদেবী, কোনো অবতারের মধ্যে নেই। কারণ তিনি ভগবান, একমাত্র তিনিই স্বয়ং সম্পূর্ণ, একমাত্র তিনিই স্বতন্ত্র, সকলে তার অংশ। সেই এক একটি গুণ শোনামাত্রই ভক্তের কান দিয়ে হৃদয় পরিতৃপ্ত হয়ে যায়।
এই শ্লোক এবং নিম্নলিখিত শ্লোকগুলি ভক্তি-রসামৃত-সিন্ধুতেও পাওয়া যায়।
ভগবান শ্রীকৃষ্ণের ৬৪ গুনগুলি হল:—
❝ অয়ং নেতা সুরম্য-অঙ্গঃ সর্বসল্-লক্ষণান্বিতঃ।
রুচিরঃ তেজসা যুক্তঃ বলীয়ান্ বয়সান্বিতঃ ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৭০)
◉ (১) সুরম্য-অঙ্গঃ (su-ramya-aṅgaḥ) — সুন্দর অঙ্গ। তাঁর সমস্ত শরীর অপূর্ব মাধুর্য মণ্ডিত (having the most beautiful transcendental body)।
◉ (২) সর্বসল্-লক্ষণান্বিতঃ (sarva-sal-lakṣaṇānvitaḥ) — সমস্ত শুভ শারীরিক লক্ষণ যুক্ত (all auspicious bodily marks)।
◉ (৩) রুচিরঃ (ruciraḥ) — নয়নতৃপ্তিকর সৌন্দর্য (possessing radiance very pleasing to the eyes)।
◉ (৪) তেজসা যুক্তঃ (tejasā yuktaḥ) — তেজীয়ান। জ্যোতির্ময় (effulgent)।
◉ (৫) বলীয়ান্ (balīyān) — মহা বলবান। সর্ব শক্তিমান (very strong)।
◉ (৬) বয়সান্বিতঃ (vayasa-anvitaḥ) — নিত্য নব-যৌবন সম্পন্ন। চির যৌবন সম্পন্ন। কিশোর (ever youthful)।
❝ বিবিধাদ্ভুত-ভাষাবিৎ সত্যবাক্যঃ প্রিয়ংবদঃ।
বাবদূকঃ সুপাণ্ডিত্যো বুদ্ধিমান্ প্রতিভান্বিতঃ ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৭১)
◉ (৭) বিবিধাদ্ভুত-ভাষাবিৎ (vividhādbhuta-bhāṣāvit) — সমস্ত-ভাষায় পারদর্শী। সমস্ত রকম ভাষায় সুপণ্ডিত (linguist of all wonderful languages)।
◉ (৮) সত্যবাক্যঃ (satya-vākyaḥ) — যার বাক্য কখনও মিথ্যা হয় না। সত্যবাদী (whose words are truthful)।
◉ (৯) প্রিয়ংবদঃ (priyaṁvadaḥ) — অপরাধীকেও প্রিয় কথা বলেন। প্রিয়ভাষী (who speaks very pleasingly)।
◉ (১০) বাবদূকঃ (vāvadūkaḥ) — যার মুখ নিঃসৃত বাক্য সুস্পষ্ট সুমধুর ও বর্ণ বিন্যাস যুক্ত। বাকপটু (expert in speaking)।
◉ (১১) সুপাণ্ডিত্যঃ (supāṇḍityaḥ) — যিনি সমস্ত শাস্ত্রে বিদ্বান এবং কর্তব্য যথাযথ পালনকারী ও নীতিজ্ঞ। পরম পণ্ডিত (highly scholar)।
◉ (১২) বুদ্ধিমান্ (buddhi-mān) — সুতীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। পরম বুদ্ধিমান (very wise / highly intelligent)।
◉ (১৩) প্রতিভান্বিতঃ (pratibhāanvitaḥ) — অপূর্ব প্রতিভাশালী। দ্রুত উপযুক্ত নব বুদ্ধি উদ্ভাবনকারী (genius)।
❝ বিদগ্ধশ্চতুরো দক্ষঃ কৃতজ্ঞঃ সুদৃঢ়ব্রতঃ।
দেশকালসুপাত্রজ্ঞঃ শাস্ত্রচক্ষুঃ শুচির্বশী ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৭২)
◉ (১৪) বিদগ্ধঃ (vidagdhaḥ) — শিল্পকলায় পারদর্শী। নানা কলাবিলাসে যার চিত্ত সদা লিপ্ত (expert in artistic enjoyment)।
◉ (১৫) চতুরঃ (caturaḥ) — একই সময়ে বহু কার্য সমাধান করতে পারেন। অত্যন্ত চতুর (cunning)।
◉ (১৬) দক্ষঃ (dakṣaḥ) — দুষ্কর থেকে দুষ্কর কার্যও যিনি সম্পাদন করতে পারেন। পরম দক্ষ (expert)।
◉ (১৭) কৃতজ্ঞঃ (kṛta-jñaḥ) — উপকারীর কোন উপকার যিনি ভুলেন না। কৃতজ্ঞ (grateful)।
◉ (১৮) সুদৃঢ়ব্রতঃ (su-dṛḍha-vrataḥ) — তিনি যা প্রতিজ্ঞা করেন তা তিনি সত্যি পালন করেন। দৃঢ় প্রতিজ্ঞ (firmly determined)।
◉ (১৯) দেশকালসুপাত্রজ্ঞঃ (deśa-kāla-supātrajñaḥ) — স্থান-কাল-পাত্র বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে সুপারজ্ঞ (expert to deal according to time, person and country)।
◉ (২০) শাস্ত্রচক্ষুঃ (śāstra-cakṣuḥ) — শাস্ত্রানুসারে কার্য করেন। বৈদিক তত্ত্বজ্ঞানে পারদর্শী (expert in the authoritative scriptures)।
◉ (২১) শুচিঃ (śuciḥ) — সর্বপাপনাশী ও সর্বদোষশূন্য। পবিত্র (very clean and neat)।
◉ (২২) বশী (vaśī) — জিতেন্দ্রিয় অর্থাৎ ইন্দ্রিয় যার অধীনস্থ। আত্মসংযমী (self-controlled)।
❝ স্থিরো দান্তঃ ক্ষমাশীলো গম্ভীরো ধৃতিমান্ সমঃ।
বদান্যো ধার্মিকঃ শূরঃ করুণো মান্যমানকৃৎ ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৭৩)
◉ (২৩) স্থিরঃ (sthiraḥ) — তিনি তাঁর লক্ষ্য বা উদ্দেশ্যে অবিচল থাকেন (Steadfast)। ভক্তের ভক্তি, বিশ্বাস, আনুগত্যের কাছে সুস্থির থাকেন।
◉ (২৪) দান্তঃ (dāntaḥ) — ভক্তের মঙ্গল সাধনের জন্য দুঃসহ ক্লেশ স্বীকার করেন। সহনশীল (Forbearing)।
◉ (২৫) ক্ষমাশীলঃ (kṣamāśīlaḥ) — ভক্তের অপরাধ ক্ষমা করে দেন। ক্ষমাশীল (forgiving)।
◉ (২৬) গম্ভীরঃ (gambhīraḥ) — যার মনোভাব দুর্বোধ্য। গম্ভীর স্বভাবসম্পন্ন (grave)।
◉ (২৭) ধৃতিমান্ (dhṛtimān) — আকাঙ্ক্ষা শুন্য এবং ক্ষোভের কারণ থাকা সত্ত্বেও শান্ত (calm, never bereft of intelligence)।
◉ (২৮) সমঃ (samaḥ) — রাগ ও দ্বেষ (হিংসা) থেকে মুক্ত। সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন (নিরপেক্ষ; impartial)।
◉ (২৯) বদান্যঃ (vadānyaḥ) — উদার। দানশীল (magnanimous)।
◉ (৩০) ধার্মিকঃ (dhārmikaḥ) — স্বয়ং ধর্মযাজন করেন ও অপরকে করান। ধার্মিক (religious)।
◉ (৩১) শূরঃ (śūraḥ) — যুদ্ধ বিষয়ে উৎসাহী ও অস্ত্র প্রয়োগে বিচক্ষণ। বীর (chivalrous)।
◉ (৩২) করুণঃ (karuṇaḥ) — অপরের দুঃখ সহ্য করতে পারেন না। কৃপাময় (kind)।
◉ (৩৩) মান্যমানকৃৎ (mānya-māna-kṛt) — গুরু ব্রাহ্মণ ও বৃদ্ধদের শ্রদ্ধা করেন। শ্রদ্ধাবান (respectful to the respectable)।
❝ দক্ষিণো বিনয়ী হ্রীমান্ শরণাগতপালকঃ।
সুখী ভক্তসুহৃৎ প্রেমবশ্যঃ সর্বশুভঙ্করঃ ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৭৪)
◉ (৩৪) দক্ষিণঃ (dakṣiṇaḥ) — সুন্দর স্বভাব ও সুকোমল চরিত্র। বিনীত (simple and libera)।
◉ (৩৫) বিনয়ী (vinayī) — ঔদ্ধত্য হীন, নিরহঙ্কার। বদান্য (humble)।
◉ (৩৬) হ্রীমান্ (hrī-mān) — সুখ্যাতি বা গুণকীর্তনে সংকোচ বোধ করেন। লজ্জাশীল (bashful when glorified)।
◉ (৩৭) শরণাগতপালকঃ (śaraṇa-āgata-pālakaḥ) — শরণাগতদের পালন ও রক্ষা করেন। শরণাগতদের রক্ষক (protector of the surrendered souls)।
◉ (৩৮) সুখী (sukhī) — যাকে দুঃখ লেশমাত্র স্পর্শ করতে পারে না। সর্বদা আনন্দিত (always happy)।
◉ (৩৯) ভক্তসুহৃৎ (bhakta-suhṛt) — ভক্তদের হিতৈষী (well-wisher of the devotees)।
◉ (৪০) প্রেমবশ্যঃ (prema-vaśyaḥ) — প্রেমের বশীভূত (submissive to love)।
◉ (৪১) সর্বশুভঙ্করঃ (sarva-śubham-karaḥ) — সর্বমঙ্গলকারী। সকলের কল্যাণকারী (all-auspicious)।
❝ প্রতাপী কীর্তিমান্ রক্তলোকঃ সাধুসমাশ্রয়ঃ।
নারীগণ-মনোহারী সর্বরাধ্যঃ সমৃদ্ধিমান্ ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৭৫)
◉ (৪২) প্রতাপী (pratāpī) — সর্বশক্তিমান। সর্বোচ্চ প্রভাবশালী (very influential)।
◉ (৪৩) কীর্তিমান্ (kīrti-mān) — পরম যশস্বী। সর্ব-খ্যাতিসম্পন্ন (famous for good works)।
◉ (৪৪) রক্তলোকঃ (rakta-lokaḥ) — সর্ব-আকর্ষক। সকলের অনুরাগ-ভাজন। সকল মানুষের কাছে আকর্ষণীয় (Attractive to people)।
◉ (৪৫) সাধু-সমাশ্রয়ঃ (sādhu-samāśrayaḥ) — ভক্তবৎসল। ভক্তের প্রতি স্নেহশীল বা অনুরাগী (Partiality to Devotees)।
◉ (৪৬) নারীগণ-মনোহারী (nārī-gaṇa-manaḥ-hārī) — সকল সুন্দরীর মন হরণ করেন। সমস্ত মহিলাদের কাছে অত্যন্ত আকর্ষনীয় (Very Attractive to All Women)।
◉ (৪৭) সর্বরাধ্যঃ (sarva-ārādhyaḥ) — সকলের আরাধ্য। সকলের পূজনীয়। সকলের আগে তিনি পূজ্য (worshipable by everyone)।
◉ (৪৮) সমৃদ্ধিমান্ (samṛddhi-mān) — সর্ব-ঐশ্বর্যময়; সমস্ত ঐশ্বর্যের অধিকারী (All-opulent)। সর্ব সম্পদশালী (very rich)।
❝ বরীয়ান ঈশ্বরশ্চেতি গুণাস্তস্য অনুকীর্তিতাঃ।
সমুদ্রা ইব পঞ্চাশৎ দুর্বিগাহা হরেরমী ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৭৬)
◉ (৪৯) বরীয়ান (varīyān) — সকলের থেকে তিনিই শ্রেষ্ঠ। সর্ব-শ্রেষ্ঠ (the best)।
◉ (৫০) ঈশ্বরঃ (īśvaraḥ) — পরম নিয়ন্তা; সর্বোচ্চ নিয়ন্ত্রক। বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি একাই নিয়ন্ত্রণ করেন (the supreme controller)। যাঁর আদেশ দেব দেবীগন পালন করেন।
✸ উল্লেখিত ৫০টি গুন ছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের আরও ৫টি অতিরিক্ত গুন রয়েছে যা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের (শিব) মধ্যেও বিদ্যমান ✸
=================================================================================
❝ সদা স্বরূপসংপ্রাপ্তঃ সর্বজ্ঞো নিত্যনূতনঃ।
সচ্চিদানন্দসান্দ্রাঙ্গঃ সর্বসিদ্ধিনিষেবিতঃ ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৭৯)
◉ (৫১) সদা স্বরূপসংপ্রাপ্তঃ (sadā-svarūpa-samprāptaḥ) — তিনি অবিনশ্বর (Changeless)। তিনি চিরন্তন, শাশ্বত, অনাদি ও অনন্ত (eternal nature)।
◉ (৫২) সর্বজ্ঞঃ (sarva-jñaḥ) — তিনি সব কিছুই জানেন, সর্বজ্ঞ (omniscient)। অর্থাৎ তিনি সবার মনের কথা জানেন এবং সর্ব কালের সর্ব লোকের কথা জানেন।
◉ (৫৩) নিত্যনূতনঃ (nitya-nūtanaḥ) — চির নবীন (always fresh and youthful)। ক্ষনে ক্ষণে নব নবায়মান রূপে নিত্যসঙ্গীদের কাছে অনুভূত হয়ে বিস্ময় উৎপাদন করেন।
◉ (৫৪) সচ্চিদানন্দ সান্দ্রাঙ্গঃ (sat-cit-ānanda-sāndrāṅgaḥ) – সৎ(=শাশ্বত; চিরন্তন), চিৎ(=চেতনা, জ্ঞান) ও আনন্দ(=আনন্দময়)। অর্থাৎ তিনি চিরন্তন, জ্ঞানী এবং আনন্দময় (He is the concentrated form of eternity, knowledge and bliss)।
◉ (৫৫) সর্বসিদ্ধিনিষেবিতঃ (sarva-siddhi-niṣevitaḥ) — সমস্ত প্রকার যোগ সিদ্ধির অধিকারী। অর্থাৎ সমস্ত অলৌকিক ক্ষমতার অধিকারী (possessing all mystic powers)।
✸ শ্রীকৃষ্ণের আরও অতিরিক্ত ৫টি গুন রয়েছে, যা কেবল নারায়ণের মধ্যেই বিদ্যমান ✸
===============================================================
❝ অথ উচ্যন্তে গুণাঃ পঞ্চ যে লক্ষ্মীশাদি-বর্তিনঃ।
অবিচিন্ত্য মহাশক্তিঃ কোটিব্রহ্মাণ্ডবিগ্রহঃ ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৮০)
◉ (৫৬) অবিচিন্ত্য মহাশক্তিঃ (avicintya-mahā-śaktiḥ) — অচিন্ত্য সর্বশক্তিসম্পন্ন। অকল্পনীয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী (possesses inconceivable supreme power)।
◉ (৫৭) কোটিব্রহ্মাণ্ডবিগ্রহঃ (koṭi-brahmāṇḍa-vigrahaḥ) — তাঁর দেহ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ। অর্থাৎ তিনি অসংখ্য মহাবিশ্ব সৃষ্টিকারী (generates innumerable universes from His body)।
❝ অবতারাবলীবীজং হতারিগতিদায়কঃ।
আত্মারামগণাকর্ষী ইত্যমী কৃষ্ণে কিল-অদ্ভুতাঃ ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৮১)
◉ (৫৮) অবতারাবলী-বীজম্ (avatārāvalī-bījam) — তিনি সমস্ত অবতারের আদি উৎস (He is the original source of all incarnations)।
◉ (৫৯) হতারিগতিদায়কঃ (hatāri-gati-dāyakaḥ) — তাঁর দ্বারা হত শত্রুদের তিনি মুক্তিদান করেন, অর্থাৎ শত্রুদের মুক্তিদাতা (He bestows salvation upon enemies He kills)।
◉ (৬০) আত্মারামগণাকর্ষী (ātmārāma-gaṇākarṣī) — মহান জ্ঞানী ও পূর্ণ পরমহংসদের তিনি আকর্ষন করেন (He has the ability to attract exalted persons who are satisfied in themselves.)।
✸ এই গুনগুলি ছাড়াও শ্রীকৃষ্ণের অতিরিক্ত ৪ টি গুণ রয়েছে যা আর কারো নেই, এমনকি নারায়ণের মধ্যেও নেই। ✸
=================================================================================
সেই গুন গুলি হল :—
◉ (৬১) লীলা-মাধুর্যম্ (līlā-mādhuryam) — লীলা মাধুর্য্য। অর্থাৎ সুমধুর ও বিস্ময়কর রাসলীলা রচনাকারী (performer of wonderful pastimes)।
◉ (৬২) প্রেম্না প্রিয়াধিক্যম (premṇā priyādhikyam) — প্রেম মাধুর্য্য। অর্থাৎ সর্বদা প্রেমময় ভক্তগণের দ্বারা পরিবেষ্টিত থাকেন (surrounded by loving Devotees)।
◉ (৬৩) বেনু-মাধুর্যম্ (veṇu-mādhuryam) — বেনু মাধুর্য্য। অর্থাৎ বিস্ময়কর ও মনমুগ্ধকর ব্রহ্মাণ্ড বিমোহিনী বংশী বাদক (wonderful sweetness of His flute)।
◉ (৬৪) রূপ-মাধুর্যম্ (rūpa-mādhuryam) — রূপ মাধুর্য্য। অর্থাৎ অপূর্ব নিখুঁত সৌন্দর্যের অধিকারী (wonderful exquisite beauty)।
◼️ শ্রীমতি রাধারানীর ২৫ গুণ ◼️
(25 Qualities of Radharani)
─•━━━━━•⊰❁*❀❁❁❀*❁⊱•━━━━•─
❝ অনন্ত গুণ শ্রীরাধিকার, পঁচিশ প্ৰধান।
যেই গুণের ‘বশ’ হয় কৃষ্ণ ভগবান্ ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৮৬)
অনুবাদ: “ শ্রীমতি রাধারাণীর অনন্ত গুণের মধ্যে পঁচিশটি দিব্য গুণ প্রধান। ভগবান শ্রীকৃষ্ণ সেই গুণের বশীভূত হন।”
সেই পঁচিশটি গুণের বর্ণন পাওয়া যায় শ্রীচৈতন্যচরিতামৃত, মধ্য খণ্ডের ২৩ অধ্যায়ের ৮৭-৯১ নং শ্লোকে।
❝ অথ বৃন্দাবনেশ্বর্যাঃ কীর্ত্যন্তে প্রবরা গুণাঃ।
মধুরা ইয়ম্ নববয়াঃ চলাপাঙ্গ উজ্জ্বলস্মিতা ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৮৭)
🌸 (১) মধুরা (madhurā) — মাধুর্যবতী। তিনি অত্যন্ত মধুর স্বভাব সম্পন্না (sweet)।
🌸 (২) নববয়াঃ (nava-vayāḥ) — যৌবনসম্পন্না। তিনি সর্বদাই নবযৌবন্য সম্পন্না, তারুণ্যময়ী (youthful)।
🌸 (৩) চলাপাঙ্গ (youthful) — চঞ্চল নয়ন বিশিষ্ট; তাঁর নয়নদ্বয় চঞ্চল (having restless eyes)।
🌸 (৪) উজ্জ্বলস্মিতা (ujjvala-smitā) — উজ্জ্বল স্মিতহাস্য শোভিতা; তিনি উজ্জ্বলরূপে স্মিতহাস্য করেন (having a bright smile)।
❝ চারু-সৌভাগ্যরেখাঢ্যা গন্ধোন্মাদিতমাধবা।
সঙ্গীতপ্ৰসরাভিজ্ঞা রম্যবাক্ নর্মপণ্ডিতা ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৮৮)
🌸 (৫) চারু-সৌভাগ্যরেখাঢ্যা (cāru-saubhāgya-rekha-āḍhyā) — সুন্দর সৌভাগ্য রেখা যুক্তা। অর্থাৎ তাঁর শরীরে সুন্দর, শুভময় রেখাদি রয়েছে (possessing beautiful, auspicious lines on the body)।
🌸 (৬) গন্ধোন্মাদিতমাধবা (gandha-unmādita-mādhavā) — অপূর্ব অঙ্গের দিব্য গন্ধের সৌরভের দ্বারা মাধবকে উন্মত্ত (মোহিত) করেন। অর্থাৎ শ্রীরাধা তাঁর অঙ্গ-গন্ধ দ্বারা কৃষ্ণ চিত্তকে আমোদিত করেন (by the wonderful aroma of Her body exciting Kṛṣṇa)।
🌸 (৭) সঙ্গীত-প্রসারাভিজ্ঞা (saṅgīta-prasara-abhijñā) — সঙ্গীত বিস্তারে সুবিজ্ঞা; তিনি সঙ্গীত কলায় অত্যন্ত নিপুনা (very expert in singing)।
🌸 (৮) রম্যবাক্ (ramya-vāk) — মনোরম বাকশৈলী সম্পন্না ; তাঁর কথা অত্যন্ত চিত্তরম্য, সকলের মনোমুগ্ধকর (speech is charming)।
🌸 (৯) নর্মপণ্ডিতা (narma-paṇḍitā) — তিনি রঙ্গ-পরিহাসে অত্যন্ত সুপটু এবং তিনি সুন্দর কথা বলায় সুনিপুণা(very expert in joking and speaking pleasantly)।
❝ বিনীতা করুণা-পূর্ণা বিদগ্ধা পাটবান্বিতা।
লজ্জাশীলা সুমর্যাদা ধৈর্য-গাম্ভীর্যশালিনী ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৮৯)
🌸 (১০) বিনীতা (vinītā) — অত্যন্ত বিনীতস্বভাব সম্পন্না। নম্র স্বভাব সম্পন্না (very humble and meek)।
🌸 (১১) করুণাপূর্ণা (karuṇā-pūrṇā) — তিনি সর্বদাই করুণাময়ী (always full of mercy)।
🌸 (১২) বিদগ্ধা (vidagdhā) — রসজ্ঞা অর্থাৎ তিনি রসকলায় সুবিজ্ঞা। কলাবিলাসে সুনিপুণা (cunning)।
🌸 (১৩) পাটবান্বিতা (pāṭava-anvitā) — সকল কাজে সুপটু। কর্তব্য সম্পাদনে সুনিপুনা। তিনি তাঁর কর্তব্যাদি সম্পাদনে সুদক্ষা (expert in executing Her duties)।
🌸 (১৪) লজ্জাশীলা (lajjā-śīlā) — তিনি লজ্জাগুণসম্পন্না (shy)।
🌸 (১৫) সুমর্যাদা (su-maryādā) — মর্যাদা সম্পন্না, সদাচারী, শিষ্টাচারপারায়ণা। তিনি সর্বদাই সম্মানীয়া (always respectful)।
🌸 (১৬) ধৈর্যশালিনী (dhairya-śālinī) — শান্তস্বভাবা, সহনশীলা। তিনি সর্বদাই শান্ত, ধৈর্যশীলা, সহিষ্ণু (always calm)।
🌸 (১৭) গাম্ভীর্যশালিনী (gāmbhīrya-śālinī) — তিনি সর্বদাই গম্ভীর স্বভাবা (always grave)।
❝ সুবিলাসা মহাভাবপরমোৎকর্ষতর্ষিণী।
গোকুল-প্রেমবসতির্জগচ্ছ্রেণীলসদ্যশাঃ ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৯০)
🌸 (১৮) সুবিলাসা (su-vilāsā)— বিলাসনিপুনা; তিনি জীবনোপভোগে, কলাবিলাসে সুনিপুণা (playful)।
🌸 (১৯) মহাভাবপরমোৎকর্ষতর্ষিণী (mahā-bhāva-parama-utkarṣa-tarṣiṇī)— মহাভাবপ্রাপ্তা, প্রেমের পরাকাষ্ঠায় স্থিতা। তিনি প্রেমভাবের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিতা। তিনি দিব্য প্রেমের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিতা (She is situated at the topmost level of ecstatic love)।
🌸 (২০) গোকুলপ্রেমবসতি (gokula-prema-vasatiḥ)— সমস্ত গোকুলের প্রিয় শ্রীমতি রাধারানী। যাকে দর্শন করা মাত্রই ব্রজবাসীদের মন স্নেহে পরিপূর্ণ হয়ে ওঠে (She is the reservoir of loving affairs in Gokula)।
🌸 (২১) জগৎশ্রেণী-লসৎযশাঃ (jagat-śreṇī-lasat-yaśāḥ)— শ্রীরাধিকার সুনির্মল যশে সমস্ত জগৎ উল্লসিত। ‘লসৎ’ অর্থ শোভমান, উল্লসমান। তিনি বিনীতচিত্ত ভক্তমণ্ডলীর মধ্যে সর্বাপেক্ষা যশস্বিনী (most famous of submissive devotees)।
❝ গুরু-অর্পিত-গুরুস্নেহা সখীপ্ৰণয়িতাবশা।
কৃষ্ণপ্রিয়াবলীমুখ্যা সন্ততাশ্রব-কেশবা।
বহুনা কিং গুণাস্তস্যাঃ সংখ্যাতীতা হরেরিব ॥ ❞
━┉┈┈(চৈতন্যচরিতামৃত, মধ্য, ২৩/৯১)
🌸 (২২) গুরু-অর্পিত-গুরুস্নেহা (guru-arpita-guru-snehā) — যিনি গুরুজনগণের অতি স্নেহ পাত্রী (very affectionate to elderly people)।
🌸 (২৩) সখীপ্ৰণয়িতাবশা (sakhī-praṇayitā-vaśā) — সখী প্রয়ণাধীনা। অর্থাৎ তিনি সহচরী গোপীকাগণের প্রণয়ের বশ; তিনি তাঁর সহচরী সখীবর্গের ভালবাসার অত্যন্ত বশ (very submissive to the love of Her friends) ৷
🌸 (২৪) কৃষ্ণপ্রিয়াবলীমুখ্যা (kṛṣṇa-priyāvalī-mukhyā) — কৃষ্ণপ্রিয়াগণের প্রধানা; তিনি প্রধানা কৃষ্ণ প্রিয়া ব্রজবল্লবী (She is the chief gopī)।
🌸 (২৫) সন্তত-আশ্রব-কেশবা (santata-āśrava-keśavāḥ) — (সন্তত = সর্বদা; আশ্রব = কথার বাধ্য)। শ্রীকৃষ্ণ সর্বদা যাঁর কথার বাধ্য অর্থাৎ বশীভূত সেই শ্রীমতি রাধিকা। তিনি সর্বদাই কৃষ্ণকে তাঁর বশীভূত রাখতে সমর্থা (She always keeps Kṛṣṇa under Her control)।
সংক্ষেপে শ্রী কৃষ্ণের ৬৪ টি গুনাবলী
শ্রী কৃষ্ণের ৬৪ টি গুনাবলী
পরমব্রহ্ম শ্রীকৃষ্ণের গুনাবলি
একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই ৬৪ গুনের অধিকারি যা কোনো দেবদেবী, কোনো অবতারের মধ্যে নেই।কারণ তিনি ভগবান একমাত্র তিনিই স্বয়ং সম্পুর্ণ
একমাত্র তিনিই স্বতন্ত্র,সকলে তার অংশ। ভগবানের এই ৬৪ প্রকার গুনগুলি হল
(১) তাঁর সমস্ত শরীর অপূর্ব মাধুর্য মণ্ডিত
(২)সমস্ত শুভ লক্ষন যুক্ত
(৩)অত্যন্ত মনোরম
(৪)জ্যোতির্ময়
(৫)বলবান।
(৬) নিত্য নব-যৌবন সম্পন্ন
(৭) সমস্ত-ভাষায় পারদর্শী
(৮) সত্যবাদি
(৯) প্রিয়ভাষী
(১০) বাকপটু
(১১) পরম পণ্ডিত
(১২) পরম বুদ্ধিমান
(১৩) অপূর্ব প্রতিভাশালী
(১৪) বিদগ্ধ শিল্পকলায় পারদর্শী
(১৫)অত্যন্ত চতুর
(১৬) পরম দক্ষ
(১৭) কৃতজ্ঞ (১৮) দৃঢ় প্রতিজ্ঞ (১৯) স্থান ,কাল ও পাত্র বিচারে সুদক্ষ (২০)বৈদিক তত্ত্বজ্ঞানে পারদর্শী (২১)পবিত্র (২২) সংযত (২৩) অবিচলিত (২৪)জিতেন্দ্রিয় (২৫) ক্ষমাশীল(২৬)গম্ভীর
(২৭)আত্ম-তৃপ্ত (২৮) সমদৃষ্টি সম্পন্ন (২৯) উদার (৩০) ধার্মিক (৩১) বীর (৩২) কৃপাময় (৩৩ )শ্রদ্ধাবান (৩৪) বিনীত (৩৫) বদান্য (৩৬) লজ্জাশীল (৩৭) শরণাগত জীব-এর রক্ষক (৩৮) সুখী (৩৯) ভক্তদের হিতৈষী (৪০) প্রেমের বশীভূত (৪১) সর্বমঙ্গলময় (৪২) সর্বশক্তিমান (৪৩) পরম যশস্বী (৪৪) ভক্তবৎসল (৪৫) সমস্ত স্ত্রী জনের কাছে অত্যন্ত আকর্ষনীয় (৪৬) সকলের আরাধ্য (৪৭) জনপ্রিয় (৪৮)সমস্ত ঐশ্বর্য-এর অধিকারী (৪৯) সকলের মাননীয় (৫০) পরম নিয়ন্তা।
উল্লেখিত ৫০ টি গুন ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের আরও ৫ টি অতিরিক্ত গুন আছে যা কিছুটা ব্রহ্মা ও শিবেরও আছে
৫১)অপরিবর্তনশীল
৫২) সর্বজ্ঞ
৫৩) চির নবীন
৫৪) সৎ ,চিৎ ও আনন্দময়
৫৫) সব রকম যোগ সিদ্ধির অধিকারী।
শ্রীকৃষ্ণের আরও ৫ টি গুন আছে যা নারায়ণ বিগ্রহে প্রকাশিত হয়ঃ–
৫৬) অচিন্ত্য শক্তিসম্পন্ন
৫৭) তার দেহে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ
৫৮) তিনি সমস্ত অবতারের আদি উৎস
৫৯) তাঁর দ্বারা হত শত্রুদের তিনি মুক্তিদান করেন ৬০) মুক্ত আত্মাদের তিনি আকর্ষন করেন।
এই গুন গুলি ছাড়া কৃষ্ণের আরও ৪ টি গুণ আছে যা আর কারো নেই এমন কি নারায়ণেরও নেই সেই গুন গুলি হল :-
৬১) লীলা মাধুর্য্য ,
৬২)প্রেম মাধুর্য্য
৬৩) বেনু মাধুর্য্য
৬৪) রুপ মাধুর্য্য।
হরেকৃষ্ণ
আরও পড়ুন: ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী