মাকে নিয়ে কবিতা : মা হলো পৃথিবীর শ্রেষ্ট সম্পদ। (Bangla kobita Maa) মাকে নিয়ে লিখে কখনও শেষ করা যাবে না। আর এই মায়ের ভালোবাসা, স্নেহ, অনুভুতি, আবেগ, সম্মান ও দুঃখ-কষ্ট নিয়ে যে কবিতা লেখা হয়ে তাকে মা নিয়ে কবিতা বা মা কবিতা বলা হয়। মাকে নিয়ে কবিতা লেখা আদিম যুগ থেকেই প্রচলিত, যা এখনও অব্যহত আছে। কারণ মায়ের প্রতি ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় ভালোবাসা, যা কখনও শেষ হয় না।
নতুন বাংলা কবিতা – “মা” l Bangla kobita Maa
‘মা’ তুমি যদি যাও গো মরে,সইবো আমি কেমন করে!
কি করে কিনবো আমি কাফনের কাপড়,এই দু’হাতে কেমন করে দিবো কবর!
ছোট্ট গর্ভে দশটি মাস দিয়েছিলে ঠাঁই,ছিলো ব্যথা কতটা, তাও তোমার অভিযোগ নাই!
ধরণীতে আসার পরেই তোমার হাসি মুখ,আমায় ঘিরে ছিলো তোমার এক পৃথিবী সুখ।
ভালো খাবার আমাকে দাও,সবার শেষে ‘মা’ গো তুমি খাও।
খেতে বললে জবাব তোমার ইচ্ছে ‘বাবা’ নেই,গলা উঁচিয়ে বলো বাবা তোকে মাছের পিসটা দেই?
সেই তোমাকে কেমন করেরাখবো বলো অন্ধকার কবরে?
তুমি যদি যাও গো চলেমাথা রাখবো কার কোলে?
বড়ো যখন মাগো হতে থাকিমনে পড়ে তোমার সেই দু’আঁখি,
যে আঁখিতে ঘুম নেই অশ্রু কেবল ঝরেযে শুনেছো ছেলে আমার কাঁতরাচ্ছে জ্বরে!
তোমার ঋণ শোধ হবে নাশোধের পরিমাণও করা যাবে না,
এই জীবনে পারবো না থাকতে তোমায় ছাড়া,তুমি আমার জীবনে ‘মা’ সব থেকে সেরা!
আজকের লেখাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে তাদেরত্ত পড়ার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে কোন বিশেষ লেখা পড়তে চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন “রাতের আলো” ওয়েব পোর্টাল আপনাদের পছন্দের লেখা পরিবেশ করার চেষ্টা করবে।